মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

একফালি রোদ
ত নি মা হাজ রা

আমরা অনেক অনুভবে বাঁচি
টুকরো টুকরো দু:খ এবং সুখ,
অনুভূতির অব্যক্ত খামে
দমবন্ধ জমাট বাঁধা বুক।

অনেক উক্তি স্বীকার করার দায়
লুকিয়ে থাকে না বলা যন্ত্রণায়।

দু:খে সুখে খুঁজি শক্ত কাঁধ,
যার হাতেতে রাখলে পরে হাত
নি:শব্দে যায় ভেঙে যায়
শব্দছকের বাঁধ।@ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন