মা
আমাতে জাগাতে প্রাণের আলো তুমি বাজী
রেখেছিলে প্রাণ,
তোমার রক্ত হ লো যে স্তন্য ক রতে জীবন দান।
প্রথম চলা র পদক্ষেপে হাঁটি হাঁটি পা পা
আগ লে দুহাতে সব বাধা হতে,
তুমি ই তো ছিলে মা।
তোমার প্রেরণা তোমার ম ন ন
আমাকে ক রেছে আমি,
তাই জগতের কোনো কিছু ন য়
তোমার চে য়ে দামী।
আমাতে জাগাতে প্রাণের আলো তুমি বাজী
রেখেছিলে প্রাণ,
তোমার রক্ত হ লো যে স্তন্য ক রতে জীবন দান।
প্রথম চলা র পদক্ষেপে হাঁটি হাঁটি পা পা
আগ লে দুহাতে সব বাধা হতে,
তুমি ই তো ছিলে মা।
তোমার প্রেরণা তোমার ম ন ন
আমাকে ক রেছে আমি,
তাই জগতের কোনো কিছু ন য়
তোমার চে য়ে দামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন