ওয়ার্থলেস
অনেক করেছি গেরস্থালী
ভাবছি এবার বাউন্ডুলে হব-
অনেক করেছি ঘরকন্না
এসোজন বসোজন লোক লৌকিকতা
সহ্য ও অসহ্যের অনেক চাপানউতোর।
তোর সাথে হাজারো জীবনের
অলিগলিপথ সুখে ও অসুখে।
খেলার নিয়মটা মানলে
কারো সাধ্য ছিল না যে তোকে
দেখায় রেড কার্ড-
ধুত্তুরি হেরো।
চিরকাল বড় হড়বড়ে তুই
বড় ক্রেজ তোর বিগ স্কোর করবার।
কান ধরে শিখিয়েছি কতবার
ধৈর্যের নিয়মাবলী
গ্রাহ্য করিস নি কোনদিনই।
এখন কি করে টানবো আমি
ম্যাচটাকে একা-
ওয়ার্থলেস দেখিস তোর জন্যে
শুধু তোর জন্যে জেতা ম্যাচটা বসে বসে হেরে যাবো।@ ত নি মা।
অনেক করেছি গেরস্থালী
ভাবছি এবার বাউন্ডুলে হব-
অনেক করেছি ঘরকন্না
এসোজন বসোজন লোক লৌকিকতা
সহ্য ও অসহ্যের অনেক চাপানউতোর।
তোর সাথে হাজারো জীবনের
অলিগলিপথ সুখে ও অসুখে।
খেলার নিয়মটা মানলে
কারো সাধ্য ছিল না যে তোকে
দেখায় রেড কার্ড-
ধুত্তুরি হেরো।
চিরকাল বড় হড়বড়ে তুই
বড় ক্রেজ তোর বিগ স্কোর করবার।
কান ধরে শিখিয়েছি কতবার
ধৈর্যের নিয়মাবলী
গ্রাহ্য করিস নি কোনদিনই।
এখন কি করে টানবো আমি
ম্যাচটাকে একা-
ওয়ার্থলেস দেখিস তোর জন্যে
শুধু তোর জন্যে জেতা ম্যাচটা বসে বসে হেরে যাবো।@ ত নি মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন