মাতৃভাষা
মেয়ে দিছছে সাগরপাড়ী
নতুন সংসার,
নিজেও দামী সঙ্গে স্বামী
দারুণ কেরিয়ার।
সামনে তাদের খোলা আকাশ
অচেনা পৃথিবী,
অনেক ভালো, অনেক মন্দ
নে বেছে কি নিবি।
জীবন জোয়ার ভাসাবে তোর
ছোট্ট ডিঙা খানি,
সবার মাঝে করবি যে স্থান
এ আমি ঠিক জানি।
তোর বুকের মাঝে ভরা
আমার দেশজ সংস্কার,
গর্বভরে সর্বদা তুই
পালন করিস তার।
আর মাতৃভাষা গায়ত্রী জপ
মোটেও ভুলিস না,
সে মন্ত্রে দীক্ষা দেওয়া
মায়েরই তো কাজ,
সন্তান দের অবশ্যই
বাংলা শেখাস মা।@ত নি মা।
মেয়ে দিছছে সাগরপাড়ী
নতুন সংসার,
নিজেও দামী সঙ্গে স্বামী
দারুণ কেরিয়ার।
সামনে তাদের খোলা আকাশ
অচেনা পৃথিবী,
অনেক ভালো, অনেক মন্দ
নে বেছে কি নিবি।
জীবন জোয়ার ভাসাবে তোর
ছোট্ট ডিঙা খানি,
সবার মাঝে করবি যে স্থান
এ আমি ঠিক জানি।
তোর বুকের মাঝে ভরা
আমার দেশজ সংস্কার,
গর্বভরে সর্বদা তুই
পালন করিস তার।
আর মাতৃভাষা গায়ত্রী জপ
মোটেও ভুলিস না,
সে মন্ত্রে দীক্ষা দেওয়া
মায়েরই তো কাজ,
সন্তান দের অবশ্যই
বাংলা শেখাস মা।@ত নি মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন