মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

মা
মেয়েটি বাচ্চা সামলেছে বরাবর
প্রথমে মায়ের, তারপর বউদির এমনকি ছোট বোনেরও আর এখন নিয়েছে আয়ার কাজ।
মনের গহনকোণে তার বড় সাধ
এক হাসিমুখ শিশু যা তার একান্ত নিজের
রক্তমাংস -সাধ -স্বপ্ন দিয়ে গড়া।
কিন্তু কে তাকে দেবে এই উপহার
এই ক্ষয়াটে চেহারায় আর বর জোটে কই।
ব র না জুটুক ব ব'রের তো অভাব নেই।
একদিন রাতে কাজবাড়ি থেকে ফেরার পথে
অন্ধকার মাঠে ধষি'তা হ লো সে।
হায় অবশেষে সে এল তার শ রীরে
ছিঁড়ে যাওয়া সেতারের তার বেয়ে।
দুচোখে জল নিয়ে বসে আছে সেই মেয়ে
এখন কি ক রি মাণিক আমি তোকে নিয়ে
জড়িয়ে ধ রবো বুকে
নাকি ফেরাবো তোকে
সমাজের জুজুদের ভয় পেয়ে।
@তনিমা হাজ রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন