মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

হতচ্ছাড়া

---হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বৈশাখ।
---ছাড় তো তোর ওই আদিখ্যেতা, মাথাটা আজ
ধরেছে খুব, দে টিপে দে, তোর কোলে একটু শুই।
---দেব না যা বড্ড নিরেট তুই।এতদিনের ঘরকন্নে একটাদিনও আবেগভরে বললি না তো ভালবাসার কথা।
--ছাড় তো ওসব ন্যাকাপনা আমার ধাতে নেই।ভালো মাটন পেলাম, নিয়ে এলাম। কষিয়ে আজ বিরিয়ানিটা রাঁধ, কারো হাতেই হয়না জানিস ঠিক তোর মতো স্বাদ।
----সবাই কেমন ঘুরতে যাচ্ছে আজ এদিকওদিক।
----পারবো না আজ জানিসই তো সপ্তাহটা দারুণ গেছে হেকটিক।কালকে আবার নটায় ফ্লাইট ফিরতে তো সাতদিন। আজ দুপুরবেলা খেয়েদেয়ে লুডো খেলব দুজন।শোন পারলে বাঁধনিকাজের ঘাগরাটা আজ পর।
----ভাল্লাগেনা বড্ড খাটাস তুই, খালি নিজের ইছছেমতো চলিস।
---আমি কখন তোকে বাসব ভালো তুই বলবার কে,
মনময়ুরী আমার কাছে প্রতিটা দিনই ভ্যালেন্টাইনস ডে।@ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন