মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

বহুদিন পর হাতছানি দেয়
পুরোনো শহর পুরোনো মুখ
মেঘ হয়ে ভাসে মন আকাশে
পুরোনো দু:খ, পুরোনো সুখ।
বহুযুগ আগে ফেলে আসা দিন
ধূলো ঝেড়ে দেখি এখনো রঙিন
হারানো রিবন, হারানো পেন-
জীবনের খামে ক ত লেনদেন
যোগ ও বিয়োগে বসে কষে রাখা
হিসেবের ছেলেখেলা।
দেখা হ য়ে গেলে প্রিয়বান্ধবী
এখনো কি তুই এমনে বাজাবি
ফেলা সে দিনের তানপুরা তুলে
পুরোনো সে চেনা সুর।
নাকি দুই নদী গেছে দুই পথে
কেউ সমতলে, কেউ পরবতে,
কারো ধীরগতি কারো খরস্রোত
চিনে ওঠা আজ ভার।
তবু মনে রেখো, উঁকি দিয়ে দেখো
স্মৃতির অতলে আজো রয়ে গেছে
বড় চেনামুখ তার।
@ত নি মা হা জ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন