ঝাঁ ঝাঁ রোদ্দুর, ধুলোবালি কাদা
রোদেজলে ভিজে খেলা,
অল্পপাওয়াতেই অন ন্ত আন ন্দে
মাতানো দিনের বেলা।
ছিটের জামা , বাটার জুতো
মেলার চুড়ি বা মালা
সারারাত জেগে শাল মুড়ি দিয়ে
শোনা সে যাত্রা পালা।
না ছিল গেজেট, না ছিল বাজেট
মামুলি খুশীর মেলা,
সবুজ কোনো কিশোরের কাছে
ভুলে ম ন দিয়ে ফেলা।
সে প্রেমের দায় সাম লাতে প্রাণ
চলে যেতে চায় প্রায়,
সেদিন বুঝিনি কিশোরীর প্রেম
মুকুলেই ঝ রে যায়।
তবু রত্নখচিত মধুর স্মৃতিতে
ভ রে আছে সেই ডালা,
কতদিন আগে ফেলে আসা
সেই আমাদের ছোটবেলা।
রোদেজলে ভিজে খেলা,
অল্পপাওয়াতেই অন ন্ত আন ন্দে
মাতানো দিনের বেলা।
ছিটের জামা , বাটার জুতো
মেলার চুড়ি বা মালা
সারারাত জেগে শাল মুড়ি দিয়ে
শোনা সে যাত্রা পালা।
না ছিল গেজেট, না ছিল বাজেট
মামুলি খুশীর মেলা,
সবুজ কোনো কিশোরের কাছে
ভুলে ম ন দিয়ে ফেলা।
সে প্রেমের দায় সাম লাতে প্রাণ
চলে যেতে চায় প্রায়,
সেদিন বুঝিনি কিশোরীর প্রেম
মুকুলেই ঝ রে যায়।
তবু রত্নখচিত মধুর স্মৃতিতে
ভ রে আছে সেই ডালা,
কতদিন আগে ফেলে আসা
সেই আমাদের ছোটবেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন