অস্তাচলগামী
হঠাত কখন পথের বাঁকে
হারিয়ে গেলো সেসব দিন
কবে যেন সঙ্গী হোলো
বিটাব্লকার, এটিভ্যান বা আইসপটিন।
দুই দিকেতে দুটি বেণী স্কাট'ব্লাউজে
এইতো সেদিন
শীলুর সাথে স্কুলকলেজে, ঝাল মুড়ি
আর গোপন চিঠি এই তো সেদিন।
হঠাত যেন কবে থেকে মাথার চুলে
রূপোর পোঁচ
হঠাত যেন কবে থেকে হাট'স্পেসালিস্ট
ছানির খোঁজ।
হঠাত যেন কবে থেকে আশেপাশের সোমা রমা
দিদি ছেড়ে সসম্মানে
ডাকতে লাগলো ফুল মাসিমা।
কবে যেন কিসের ছুতোয়
খাট বিছানা ভিন্ন হলো
তা বলে কি এতদিনের
মনের বাঁধন ছিন্ন হলো?
এখনো তো বুকের ভিতর ঘুমিয়ে আছে
প্রথম ছোঁয়ার প্রথম ভোর
এখনো তো বাঁশী বাজায়
নীল যমুনায় নন্দকিশোর।
@ত নি মা হা জ রা।
হঠাত কখন পথের বাঁকে
হারিয়ে গেলো সেসব দিন
কবে যেন সঙ্গী হোলো
বিটাব্লকার, এটিভ্যান বা আইসপটিন।
দুই দিকেতে দুটি বেণী স্কাট'ব্লাউজে
এইতো সেদিন
শীলুর সাথে স্কুলকলেজে, ঝাল মুড়ি
আর গোপন চিঠি এই তো সেদিন।
হঠাত যেন কবে থেকে মাথার চুলে
রূপোর পোঁচ
হঠাত যেন কবে থেকে হাট'স্পেসালিস্ট
ছানির খোঁজ।
হঠাত যেন কবে থেকে আশেপাশের সোমা রমা
দিদি ছেড়ে সসম্মানে
ডাকতে লাগলো ফুল মাসিমা।
কবে যেন কিসের ছুতোয়
খাট বিছানা ভিন্ন হলো
তা বলে কি এতদিনের
মনের বাঁধন ছিন্ন হলো?
এখনো তো বুকের ভিতর ঘুমিয়ে আছে
প্রথম ছোঁয়ার প্রথম ভোর
এখনো তো বাঁশী বাজায়
নীল যমুনায় নন্দকিশোর।
@ত নি মা হা জ রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন