ভিন্ন স্বাদের গ ল্প
তনিমা হাজরা
.......তারপর সেইসব
কিশোরের দল আপন স্বভাববশে উদ্দাম উচ্ছল
একদিন যারা ভীরু লজ্জায় মেলতে পারেনি মন
তাই তার প্রাণপ্রিয় কিশোরীটি এ জন্মের মতন
পর হয়ে গেছে তার।
অন্যের ঘরনী হয়ে সে এখন সাজায় সংসার
জমে থাকে জাগতিক যত দায়ভার,
তাদের দুজনার মাঝে।
তার সাথে দেখা হলে আজকাল
পাপড়ি মেলে না আর শতদল।
পা আটকে যায় সংস্কারের কচুরিপানায়।
তাই আজ সে তো ভিন্ন রূপকথা-
মনের গহনে আজো পাশে বসে থাকে বনলতা।
তনিমা হাজরা
.......তারপর সেইসব
কিশোরের দল আপন স্বভাববশে উদ্দাম উচ্ছল
একদিন যারা ভীরু লজ্জায় মেলতে পারেনি মন
তাই তার প্রাণপ্রিয় কিশোরীটি এ জন্মের মতন
পর হয়ে গেছে তার।
অন্যের ঘরনী হয়ে সে এখন সাজায় সংসার
জমে থাকে জাগতিক যত দায়ভার,
তাদের দুজনার মাঝে।
তার সাথে দেখা হলে আজকাল
পাপড়ি মেলে না আর শতদল।
পা আটকে যায় সংস্কারের কচুরিপানায়।
তাই আজ সে তো ভিন্ন রূপকথা-
মনের গহনে আজো পাশে বসে থাকে বনলতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন