মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

একাকী আবেশে
আমার প্রিয়বান্ধবী অতীত
হাতখানি ধরে পাশে এসে
বসে চুপিচুপি।
তার সাথে কথা হয় কতো
চেনামুখ, চেনাসুখ
চেনাবেদনার পাকদণ্ডী পথ।
বলি কত কি রেখেছিস ভরে
তোর মুখবন্ধ ছোট্ট বটুয়ায়?
চোখটিপে বলে সে আমায়
পাগলী এই তো তোর জীবন
তোর চাওয়া পাওয়া ভালোলাগা
হারানোর সমস্ত হিসেবনিকেশ।
@ত নিমা হাজ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন