মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

বালিতে চঞ্চু দিয়ে চেটে নিয়েছিলো
সে আগ্রাসী লবণকণা-
উন্মত্ত যুবকেরা তখন তার শরীরে উন্মাদ।
কি আছে শরীরে পুরুষ
ছিন্নভিন্ন সাময়িক কামে,
কেন সেই জলপরী বিকোয় বালুতটে
অন্যায্য নূন্যতম দামে,
কেন তার নিস্পাপ দেহ জ্বলেপুড়ে
যায় লবণাক্ত রোদে-
ঈশ্বরপ্রেরিত সব কটি নারী
চিরদিন আশ্বাসের অরঘ্যথালা হাতে
কেন যজ্ঞ পন্ড হয় অঞ্জলির আগে?
তোমাকে দিতে পারি অমৃতের আস্বাদ
দেহ ছেড়ে ম ন চাও যদি
অনেক ঝড়ের রাতে এবুকে আগলে রাখি
পার করে নিয়ে যাই উত্তাল সাগর
দুহাতে উজানভাটা ঠেলে।
শুধু দেহ ছেড়ে মন চাও যদি
দেহ ছেড়ে চাও যদি মন
সমস্ত অধিকার দিতে
রাজার মুকুট দিতে
ভালবেসে বুকে নিতে
বলো কতক্ষন
কতক্ষন?
@ত নি মা হা জ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন