মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

শনশনে হাওয়া কেঁদে ফেরে তটে
বেদনায় ভাসে জল;
নাবিকের ছেলে ভুবনজয়ী
আপনার ঘ রে চল।
করমের পিছে ছুটেছ কেবল
জীবনের ফেরিওয়ালা -
শত তরুনের বুকে খুলে দিলে
কচি স্বপ্নের ডালা।
আকাশ তোমায় ডাকছে কালাম
দেশ যে তোমাতে ঋণী,
স্বপ্নালু নব মুকুলের মাঝে
রয়ে যাবে চিরদিনই।
------ত নিমা হাজ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন