মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

রামায়ণ

নিজের হাতেই জ্বালিয়ে নিজের চিতা
লক্ষনের এই গন্ডি মাঝে নির্বাক রয় সীতা।
কিসের আশায় তুমি ওগো কন্যে
হেলায় সকল হারিয়ে দিয়ে
গেছিলে অরণ্যে-
এখনো তাও অগ্নিপ্রমাণ চাই?
রাজার পাশে রানীর বেশে আর হবে না ঠাঁই।
যাও গো এবার বনবাসে যাও
গুঁড়িয়ে যাওয়া স্বপ্ন গুলো ধূলোতে মেলাও।
মাটির মেয়ে মাটিই যে তোর দেশ।
দুর হয়ে যা সমুখ থেকে
এ যে গো তোর রাজারই নির্দেশ। @ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন