মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

এখন পাতাঝরার দিন
পুরোনো পাতারা সব ঝরে যায়
বুকে নিয়ে ধূসর বিবর্ণতা।
"এখনি যেয়ো না তো
থাকো না আর কিছুদিন "
করুণকন্ঠে ব লে
অশ্রুমতী কাতর বিটপী-
হাত ধরে কাঁদে বারবার,
হলুদ পাতাটি তবু নিরুপায়
হয়তো তাহারো মন
পড়ে থাকে এই দুনিয়ায়,
তবু তাকে চলে যেতে হ য়
এ যেন কালের কঠোর নির্দেশ।
অঙ্গ হতে খসে পড়ে
গত বসন্তের পত্রিকাদল বিগত বিরহরাজি।
ঋজুদেহে নতনেত্রে স্তব্ধ হয়ে থাকে
সর্বহারা কাঙালিনী।
কিসের  প্রতীক্ষায়??
@ ত নি মা হা জ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন