পনেরই
ঊনসত্তরী বৃদ্ধা স্বাধীনতা
শ্যাওলা জমেছে তোর তোবড়ানো গালে
বকেয়া কর্ম শিকেয় রয়েছে রাখা
আম্ লাতন্ত্রের গদাই লস্করী চালে।
বহুযাতনায় বয়েছিলি অই দুই শত বৎসর
আশ্বাসে তুই বেঁধেছিলি দুখী বুক
ছেলেরা কপাল ফেরাবে অত:পর।
সোনার ছেলেরা ফেলা গেলো জেলে ফঁাসে
অপগন্ডের উৎপাতে আজ দিন রাত
প্রাণের হাপর ফাটে প্রতি দীর্ঘ শ্বাসে
এখনো অভাগী বাকী আছে ক ত দেখা
আগামী দিনের অদৃষ্ট নিয়তিলেখা।
Copyright@ Poems by Tanima Hazra
ঊনসত্তরী বৃদ্ধা স্বাধীনতা
শ্যাওলা জমেছে তোর তোবড়ানো গালে
বকেয়া কর্ম শিকেয় রয়েছে রাখা
আম্ লাতন্ত্রের গদাই লস্করী চালে।
বহুযাতনায় বয়েছিলি অই দুই শত বৎসর
আশ্বাসে তুই বেঁধেছিলি দুখী বুক
ছেলেরা কপাল ফেরাবে অত:পর।
সোনার ছেলেরা ফেলা গেলো জেলে ফঁাসে
অপগন্ডের উৎপাতে আজ দিন রাত
প্রাণের হাপর ফাটে প্রতি দীর্ঘ শ্বাসে
এখনো অভাগী বাকী আছে ক ত দেখা
আগামী দিনের অদৃষ্ট নিয়তিলেখা।
Copyright@ Poems by Tanima Hazra
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন