বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

তুমি ছুঁয়ে আছো বলে

তুমি ছুঁয়ে আছো বলে
রামধনু আঁকা দূর আকাশের নীলে
তুমি ছুঁয়ে আছো বলে
ভীষণ দু:খে কাঁদতে যে গেছি ভুলে।
তুমি ছুঁয়ে আছো বলে
এক উঠোন ঘাসে এক রাশ রোদ্দুর।
তুমি ছুঁয়ে আছো বলে
শিবকুমার আজো বাজাছছে সন্তুর।
জানিনা তোমায় ভালবাসি কিনা
শুধু জানি রাখি কাছে
তোমার মুক্তধারার পরশে
যদি ময়ুরী আবার নাচে। @ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন