আকাশের শূণ্যে ভেসে যাও মন
এইখানে ছঁুয়ে যায় নিবিড় নির্জন।
যা কিছু হারিয়ে গেছে
এইখানে ভেসে আছে
মেঘেদের অবতলে রোদ্দুর মেখে।
মাটির পৃথিবী থেকে
মলিনতা ফেলে রেখে
যারা আজ পাড়ী দিল আকাশের দেশ
পৃথিবীর আলোছায়া
সহস্র জন্মের মায়া
দিকচক্রবালে আঁকে মুছে যাওয়া
স্বপ্নের রেশ।
দীপের আলোকমালা
তারাদের নিয়ে জ্বালা
তার সাথে চিরকাল
শুভ দীপাবলী।।।
@ত নি মা হা জ রা।
এইখানে ছঁুয়ে যায় নিবিড় নির্জন।
যা কিছু হারিয়ে গেছে
এইখানে ভেসে আছে
মেঘেদের অবতলে রোদ্দুর মেখে।
মাটির পৃথিবী থেকে
মলিনতা ফেলে রেখে
যারা আজ পাড়ী দিল আকাশের দেশ
পৃথিবীর আলোছায়া
সহস্র জন্মের মায়া
দিকচক্রবালে আঁকে মুছে যাওয়া
স্বপ্নের রেশ।
দীপের আলোকমালা
তারাদের নিয়ে জ্বালা
তার সাথে চিরকাল
শুভ দীপাবলী।।।
@ত নি মা হা জ রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন