মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

না: আর ফেরা যায় না তো
বহুদুর ভেসে গেছে তরী
এখানে ঢেউয়ের অবহেলা
জানেনা তীরের দরাদরি।

তাল কেটে যাওয়া ঝাঁপতাল
তারিমাঝে প্রসন্ন সকাল
শুয়ে আছে দূরে যাওয়া ঢেউ
এখানে আমাকে চেনে না কেউ।

আমি একা হালভাঙা মাঝি
সব ছেড়ে ডুব দিতে রাজী
বাতাসে ঘুরছে মনব্যথা
আজ শুধু লবণের কথকতা।

মুছে আসা অতীতের ভিড়ে
কারা সব শব নিয়ে যায়
স্বজন হারানো বেদনা
ঘুমিয়ে পড়ে নিতান্ত
এই পড়ন্ত অবেলায়।

এখানে নদীরা নিয়েছে বক্রগতি
ঘূর্ণিজলের চোরাস্রোতে
বালিফাঁদ-
খোলা আকাশের সুদূর পাখীর
ডানায় জমা হয়ে আছে
দুনিয়ার অবসাদ।

তবু দীপ বয়ে যেতে হবে
পৃথিবীর কাছে এটুকু অংগীকার
এজীবনে তুমি কতটা প্রাসঙ্গিক
যাপন জবাব দেবে তার।
@ ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন