কোথায় ঠিক কতদূরে আছো তুমি -
তোমার উপস্থিতি অক্ষর ব্রহ্ম
হয়ে ভাসে মননের অবকাশে।
শূণ্যতার ব্যাপ্তিতে দুটি সত্ত্বা
যেন আজ হাত ধরে পাশাপাশি বসে,
চেয়ে থাকে অপলকে দুজনের পানে,
খুঁজে চলে জীবনের গূঢ.তম মানে।
রাত্রি গভীর হয়,
ধীরেধীরে মিলে যায়
দুইখানি উন্মুখ হৃদয়।
কেন এই ফিরে ফিরে আসা
কেন এই ভেসে চলা
অব্যক্ত আনন্দলোকে শুরু হয় স্বতঃবিচরণ
এইখানে চিরকাল অনন্ত মিলন-
মুছে যায় ব্যাপ্ত চরাচর
পুড়ে যায় আমাদের নশ্বরজীবন। @ তনিমা।
তোমার উপস্থিতি অক্ষর ব্রহ্ম
হয়ে ভাসে মননের অবকাশে।
শূণ্যতার ব্যাপ্তিতে দুটি সত্ত্বা
যেন আজ হাত ধরে পাশাপাশি বসে,
চেয়ে থাকে অপলকে দুজনের পানে,
খুঁজে চলে জীবনের গূঢ.তম মানে।
রাত্রি গভীর হয়,
ধীরেধীরে মিলে যায়
দুইখানি উন্মুখ হৃদয়।
কেন এই ফিরে ফিরে আসা
কেন এই ভেসে চলা
অব্যক্ত আনন্দলোকে শুরু হয় স্বতঃবিচরণ
এইখানে চিরকাল অনন্ত মিলন-
মুছে যায় ব্যাপ্ত চরাচর
পুড়ে যায় আমাদের নশ্বরজীবন। @ তনিমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন