একটি নীরস গ ল্প
তনিমা হাজরা
একটি নারী পুরুষবিহীন
কি করে সে রাত্রিদিন-
কাহার সাথে কোথায় যায়
সাতজোড়া চোখ সুকৌশলে
সাতসতের জিজ্ঞাসায়।
তার হৃদয়ের গোপন ঘরে
অসতর্কতায় কে বাস করে?
কে হানা দেয় ভালোলাগায়?
সমাজ তাকে প্রশ্ন করে।
কি প্রয়োজন সমাজকে তার,
অশ্রুনদীর ঘোর সাগরে
ঘোর বিপাকে বসত যাহার।
তবু তাকে বাঁচতে হবে
মানতে হবে সব ভ্রুকুটি।
বাঁচবে না সে নিজের মতন।
একক নারী, একক জীবন
সংগ্রামী এক গল্পকথন।
তনিমা হাজরা
একটি নারী পুরুষবিহীন
কি করে সে রাত্রিদিন-
কাহার সাথে কোথায় যায়
সাতজোড়া চোখ সুকৌশলে
সাতসতের জিজ্ঞাসায়।
তার হৃদয়ের গোপন ঘরে
অসতর্কতায় কে বাস করে?
কে হানা দেয় ভালোলাগায়?
সমাজ তাকে প্রশ্ন করে।
কি প্রয়োজন সমাজকে তার,
অশ্রুনদীর ঘোর সাগরে
ঘোর বিপাকে বসত যাহার।
তবু তাকে বাঁচতে হবে
মানতে হবে সব ভ্রুকুটি।
বাঁচবে না সে নিজের মতন।
একক নারী, একক জীবন
সংগ্রামী এক গল্পকথন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন