আমি কিন্তু খুবই সাধারণ
আমি কি সত্যিই
তোমার প্রেরণা হতে পারি?
ভাবতে অবাক লাগে।
আমাকে তো কেউ কোন দিন
বেশি কিছু ভাবেনি কখনো
চাল-ডাল-তেল-নুনের সংসারের বাইরে।
কখন কোন কাজে ভুল করে ফেলি
এই ভয়ে তটস্থ থেকেছি সর্বদা।
কত ব্যঙ্গপরিহাস সয়ে গেছি কতদিন
বিবস্ত্রা হয়েছি লজ্জায় কৌরব শিবিরে-
কত অগ্নিপরীক্ষা শেষে কতবার বলেছি
"হে ধরণী দ্বিধা হও" জোড়হস্তে
ক্লান্ত জানকীর মতো।
জীবনের সাথে সকলের সাথে তাল মিলিয়ে চলা
সে ছিল চিরকাল একান্ত আমারি দায়।
কই কেউ তো বলেনি কখনো
ব্যাকুল আবেদনে-
ছেড়ো না আমায় আর কিছু নেই চাইবার
শুধু সাথে চলো।
@ত নি মা।
আমি কি সত্যিই
তোমার প্রেরণা হতে পারি?
ভাবতে অবাক লাগে।
আমাকে তো কেউ কোন দিন
বেশি কিছু ভাবেনি কখনো
চাল-ডাল-তেল-নুনের সংসারের বাইরে।
কখন কোন কাজে ভুল করে ফেলি
এই ভয়ে তটস্থ থেকেছি সর্বদা।
কত ব্যঙ্গপরিহাস সয়ে গেছি কতদিন
বিবস্ত্রা হয়েছি লজ্জায় কৌরব শিবিরে-
কত অগ্নিপরীক্ষা শেষে কতবার বলেছি
"হে ধরণী দ্বিধা হও" জোড়হস্তে
ক্লান্ত জানকীর মতো।
জীবনের সাথে সকলের সাথে তাল মিলিয়ে চলা
সে ছিল চিরকাল একান্ত আমারি দায়।
কই কেউ তো বলেনি কখনো
ব্যাকুল আবেদনে-
ছেড়ো না আমায় আর কিছু নেই চাইবার
শুধু সাথে চলো।
@ত নি মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন