মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

জলভরা মেঘ টাপুরটুপুর
মনের ঘরে ঝড় -
স্মৃতির মাতাল পাগল হাওয়ায়
ভাসছে তেপান্তর।
মেঘ গরজে বাজ চমকায়
সৃষ্টি রসাতল,
ছাড়িস না হাত ঝঞ্জানিপাত
আমার সাথে চল।
সত্যি বুঝি চলে যাবি
আমায় ছেড়ে একা,
জানতাম তুই ঠিক ডোবাবি
একগুঁয়ে একরোখা।
ফিরবি না আর সেকি কথা
যা চলে যা আড়ি-
ভুলে গেলি অগ্নিশপথ
এতই তাড়াতাড়ি?
ছাড়লাম হাত, অশ্রু জমাট
নিজেকে সংবরণ,
আজ আমি যেন নিজেই নিজের
এক ভিন্ন সংস্করণ,
শুধু কি আর চিতায়  গেলেই
হয় রে সহমরণ।।।।।
@ ত নি মা হা জ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন