মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

কাঙাল
তনিমা হাজরা

একটি শিশু মাতৃহারা
সবাই ভাবে সৃষ্টিছাড়া
চতুর্দিকে সবার মাঝে
নিভৃত এক স্নেহ খোঁজে।
কার পড়েছে এ দূর্দায়
তার জন্য সময় কাটায়
তবু শিশু বড়ই পাগল
খোঁজে কেবল মায়ের আঁচল।

কিশোরবেলায় বিদ্রোহী হয়
হয়তো তখন সেটাই মানায়
কেউ দেখেনা মনের কোণে
মায়ের পদ ধ্বনি শোনে।

আশা করে প্রিয়ার হাত
মুছে দেবে বিষাদ রাত,
তানপুরাতে তার ছিঁড়ে যায়
মা বলে না আয় খোকা আয়।

সবাই তাকে পাগল ভাবে
কেউ বা ভাবে প্রবল প্রেমিক,
আসলে সে কোনটাই ন য়
বুকের  ভিতর ছোট্ট শিশু,
আঁকড়াতে চায় শেষ স ম্বল-
হারানো সেই মায়ের আঁচল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন