মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

বন্ধু

আমার কাছে তুমি মানে
বাড়িয়ে দেওয়া হাত,
কালবোশেখির ভীষণ ঝড়ে
একটুখানি ছাত।

আমার কাছে তুমি মানে
একটু মরুদ্যান,
খাদের থেকে উঠতে চাওয়ার
প্রচেষ্টা আপ্রাণ। @ ত নি মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন