তোর জন্য বৃষ্টিভেজা দুপুর রেখেছি
জানলা খুলে এমন গেছে অনেকদিন
আসবি বলে বসেই থেকেছি।
তোর জন্য রাখা ছিল অনেক কবিতা
কালবোশেখির প্রবল ঝড়ে
হারালো সবই তা।
এখন আমার মেঘলারাতে
ছন্দ নিখোঁজ তারার সাথে -
ভোরের শিশির বলেছিল
এসে নাকি ফিরে গেছিস,
এ কেমনধারা কার্যকারণ
আমি যে তোর জন্য কখন থেকে
শুক তারাকে আটকে রেখেছি।
@ত নি মা।
জানলা খুলে এমন গেছে অনেকদিন
আসবি বলে বসেই থেকেছি।
তোর জন্য রাখা ছিল অনেক কবিতা
কালবোশেখির প্রবল ঝড়ে
হারালো সবই তা।
এখন আমার মেঘলারাতে
ছন্দ নিখোঁজ তারার সাথে -
ভোরের শিশির বলেছিল
এসে নাকি ফিরে গেছিস,
এ কেমনধারা কার্যকারণ
আমি যে তোর জন্য কখন থেকে
শুক তারাকে আটকে রেখেছি।
@ত নি মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন