মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

একটা প্রাণের স্পন্দন
একটু আশ্বাসের বাণী
কিছু অব্যক্ত কথা
কিছু না বলা কাহিনী
একটা কোকিলের ডাক
কোনো দোয়েলের শিস
কত জীবনের কলরব
হাজার স্বপ্নের হদিশ
কত না কাটা রাত
কত অদেখা ভোর
শত জীবনে আমার
গচ্ছিত প্রেম তোর।
@ত নি মা হা জ রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন