মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

হয়তো আমি কাদম্বরী বিষের নেশায় নীল
জীবন এখন গহন খাতে মরণ অনাবিল।
হয়তো আমি চাতক পাখী
খুঁজেই ফিরি জল
তোমার এক টু পাশে থাকা
এইটুকু স ম্বল।
যখন তুমি ডেকেছিলে
হ য়নি দেওয়া সাড়া
সব ই আমার পূর্ণ তবু
আমি সব'হারা।

Copyright@ Poems by Tanima Hazra

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন