কাল্পনিক
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু একফোঁটা জল মরুসাহারায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু তার ডাক এলে পাখী গান গায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু সব বাধা ঠেলে এসে হাত ধরে ঘোরঝঞ্জায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু তার ছোঁয়া পেলে জাগে রাজকন্যে
আর তা না হলে ডোবে কালতন্দ্রায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু কাছে ডাকলে দ্রুত ছুটে আসে
ফেরালে করেনা তর্ক
মেনে ফিরে যায়।
এত প্রশ্ন কেন? কেন এত জবাবদিহি
কেউ নয়, কেউ নয়, কেউ নয়
বলছি তো সে আমার কেউ নয়।@ত নি মা।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু একফোঁটা জল মরুসাহারায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু তার ডাক এলে পাখী গান গায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু সব বাধা ঠেলে এসে হাত ধরে ঘোরঝঞ্জায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু তার ছোঁয়া পেলে জাগে রাজকন্যে
আর তা না হলে ডোবে কালতন্দ্রায়।
সে তোমার কে?
কেউ ন য় তো
শুধু কাছে ডাকলে দ্রুত ছুটে আসে
ফেরালে করেনা তর্ক
মেনে ফিরে যায়।
এত প্রশ্ন কেন? কেন এত জবাবদিহি
কেউ নয়, কেউ নয়, কেউ নয়
বলছি তো সে আমার কেউ নয়।@ত নি মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন