প্রাণভোমরা
তনিমা হাজরা
আমরা কবিতাতে বাঁচি
কবিতাতে কাঁদি
কবিতায় গাই গান
কবিতার ভোরে জেগে উঠে করি
প্রথম সুর্য স্নান।
কবিতার মেঘে ভেসে যাই দূরে
ঘর বেঁধে থাকি কবিতার সুরে
কবিতা আমার চাঁদনী রাতের
বাঁধভাঙ্গা ভালোলাগা।
কবিতা আমার কৈশোর প্রেম
প্রথম ছোঁয়ার ভোর
দূর যমুনায় নিষিদ্ধ বাঁশী
হাত ধরে চলা তোর।
কবিতার সাথে সপ্তপদী
কবিতার সাথে বিনিময় হৃদি
নিত্যদিনের খুনসুটি ভরা
নিয়মিত সংসার।
কবিতা আমার মাতৃজঠরে
নবপ্রাণ উত্তাপ,
কবিতার কোলে মাথা রেখে
ভুলি জীবনের সন্তাপ।
কবিতা আমার প্রাণের কথাটি
অকপটে বলে ফেলা,
বড়ো দূর্দিনে ঘোর ঝঞ্জায়
মাথা উঁচু করে চলা।
তনিমা হাজরা
আমরা কবিতাতে বাঁচি
কবিতাতে কাঁদি
কবিতায় গাই গান
কবিতার ভোরে জেগে উঠে করি
প্রথম সুর্য স্নান।
কবিতার মেঘে ভেসে যাই দূরে
ঘর বেঁধে থাকি কবিতার সুরে
কবিতা আমার চাঁদনী রাতের
বাঁধভাঙ্গা ভালোলাগা।
কবিতা আমার কৈশোর প্রেম
প্রথম ছোঁয়ার ভোর
দূর যমুনায় নিষিদ্ধ বাঁশী
হাত ধরে চলা তোর।
কবিতার সাথে সপ্তপদী
কবিতার সাথে বিনিময় হৃদি
নিত্যদিনের খুনসুটি ভরা
নিয়মিত সংসার।
কবিতা আমার মাতৃজঠরে
নবপ্রাণ উত্তাপ,
কবিতার কোলে মাথা রেখে
ভুলি জীবনের সন্তাপ।
কবিতা আমার প্রাণের কথাটি
অকপটে বলে ফেলা,
বড়ো দূর্দিনে ঘোর ঝঞ্জায়
মাথা উঁচু করে চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন