মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

ছোট বোন

মা যখন তোকে নিয়ে এল ঘরে
পরম বিস্ময়ে,
সারাদিন শুধু দেখতাম তোকেই
কেবল চেয়ে চেয়ে।
ছোট ছোট হাত ছোট ছোট পা
বুকের কাছে কি যেন ওঠানামা
অনেক ওজর আপত্তিতে কোলে
পাবার মঞ্জুরি।
একটুও তো হয়নি আমার রাগ
বসালি এসে স্নেহতে আমার ভাগ।
আজকে ব লি শোন
আমার ছোট্ট বোন
কোঁকড়ানো চুল গাল তুলতুল
তুই যে ছিলি আমার পাওয়া
প্রথম জ্যান্তপুতুল।

Copyright@ Poems by Tanima Hazra

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন