মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

একফালি রোদ
ত নি মা হাজ রা

আমরা অনেক অনুভবে বাঁচি
টুকরো টুকরো দু:খ এবং সুখ,
অনুভূতির অব্যক্ত খামে
দমবন্ধ জমাট বাঁধা বুক।

অনেক উক্তি স্বীকার করার দায়
লুকিয়ে থাকে না বলা যন্ত্রণায়।

দু:খে সুখে খুঁজি শক্ত কাঁধ,
যার হাতেতে রাখলে পরে হাত
নি:শব্দে যায় ভেঙে যায়
শব্দছকের বাঁধ।@ত নি মা।

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

মাতৃভাষা

মেয়ে দিছছে সাগরপাড়ী
নতুন সংসার,
নিজেও দামী সঙ্গে স্বামী
 দারুণ কেরিয়ার।
সামনে তাদের খোলা আকাশ
 অচেনা পৃথিবী,
অনেক ভালো, অনেক মন্দ
নে বেছে কি নিবি।
জীবন জোয়ার ভাসাবে তোর
ছোট্ট ডিঙা খানি,
সবার মাঝে করবি যে স্থান
এ আমি ঠিক জানি।
তোর বুকের মাঝে ভরা
আমার দেশজ সংস্কার,
গর্বভরে সর্বদা তুই
পালন করিস তার।
আর মাতৃভাষা গায়ত্রী জপ
মোটেও ভুলিস না,
সে মন্ত্রে দীক্ষা দেওয়া
মায়েরই তো কাজ,
সন্তান দের অবশ্যই
বাংলা শেখাস মা।@ত নি মা।

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

তুমি ছুঁয়ে আছো বলে

তুমি ছুঁয়ে আছো বলে
রামধনু আঁকা দূর আকাশের নীলে
তুমি ছুঁয়ে আছো বলে
ভীষণ দু:খে কাঁদতে যে গেছি ভুলে।
তুমি ছুঁয়ে আছো বলে
এক উঠোন ঘাসে এক রাশ রোদ্দুর।
তুমি ছুঁয়ে আছো বলে
শিবকুমার আজো বাজাছছে সন্তুর।
জানিনা তোমায় ভালবাসি কিনা
শুধু জানি রাখি কাছে
তোমার মুক্তধারার পরশে
যদি ময়ুরী আবার নাচে। @ত নি মা।

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬

বিধবা

বিধবা শব্দের সঠিক মানেটা কি?
বোধহয় একফালি মরুভূমি,
যার আকাশে বহুদিন আগে
মেঘ হয়ে ছিলে তুমি।

মাটিরা সকল ক্ষয়েছে এখন
সারাদিন ধূলিঝড়
ঘন কুয়াশায় ঢেকেছে আকাশ
মেঘেরা হয়েছে পর।

এ যেন এক কঠিন সাজার পণ
ঝরণাকে বলো ঝরে পড়া তোর মানা
পাখীকে শেখাও বাসায় বসে থাক,
দূর আকাশে মেলিস না তোর ডানা।

বিধবা মানে একফালি পোড়ো মাঠ
সবুজ হবার লাইসেন্স নেই যার,
নেই অধিকার স্বপ্নের বীজ বোনে।
অথচ সূর্য,শিশির অথবা বারি
ঝরে পড়ে অবিরত
কোকিল জ্বালায় অবেলার টেলিফোনে।

আসলে বিধবা মানে সাবধানে পা ফেলা
পাছে কোন দাগ লাগে সাদা গায়,
এখন তো আর সাথে নেই সেই সুপারম্যান
পৃথিবীর সাথে একাই যে লড়ে যায়।@ত নি মা।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

কেমন চশমা পরে জীবন কে দেখছ তুমি
জীবন তোমার কাছে ঠিক তেমনি,
কখন খরনদী, কখন ভাসা মেঘ,
ডোবাবে  কি ভাসাবে
ঠিক জানা নেই।
মা

আমাতে জাগাতে  প্রাণের আলো তুমি বাজী
রেখেছিলে প্রাণ,
তোমার রক্ত হ লো যে স্তন্য ক রতে জীবন দান।

প্রথম চলা র পদক্ষেপে হাঁটি হাঁটি পা পা
আগ লে দুহাতে সব বাধা হতে,
তুমি ই তো ছিলে মা।

তোমার প্রেরণা তোমার ম ন ন
আমাকে ক রেছে আমি,
তাই জগতের কোনো কিছু ন য়
তোমার চে য়ে দামী।
নারী একটি নদীর মতো
সেচন করাই কাজ,
স্নান করে সব শুদ্ধ হয়ে
কলুষতার দেবে অপবাদ।

নারী একটি নদীর নাম
খাড়াই চড়াই গতি,
সর্বজনের সুখসীজনে
সজল অবস্থিতি।

নারী একটি নদীর নাম
বীজকে করে গাছ,
প্রেমের সুতোয় নকশা তুলে
সাজাচ্ছে  স মাজ।

Copyright@ Tanima Hazra.